মুহাম্মদ ﷺ কে সুমহান ব্যক্তিত্ব এবং মানব ইতিহাসে অতুলনীয় বিশিষ্টতা দান করে মহান প্রভু মানবজাতির প্রতি মহত্তম অনুগ্রহ করেছেন। সত্য সন্ধানীদের কাছে তিনি কখনো অচেনা থাকেন না। কারণ তিনি সুদূর আলোকস্তম্ভ, দিগন্তের ভুবরে হয়ে দাঁড়িয়ে আছেন; বাতিঘরের মতো করে আলোকে সংকেত পাঠাচ্ছেন; সকলকে সত্য পথের দিশা দিয়েছেন। তাই সত্য সন্ধানীরা ঐ ভুবর চূড়ায় অবস্থানকারী মুহাম্মদ ﷺ এর দিকে ধাবিত না হয়ে পারে না।
